× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগর ভবনে আইভীর পাশে শামীম, গলল কি ‘তিক্ততার বরফ’

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৫:৪৯ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১৬:০৭ পিএম

নারায়ণগঞ্জ নগর ভবন অডিটরিয়ামে মেয়র আইভীর পাশে সংসদ সদস্য শামীম ওসমান। প্রবা ফটো

নারায়ণগঞ্জ নগর ভবন অডিটরিয়ামে মেয়র আইভীর পাশে সংসদ সদস্য শামীম ওসমান। প্রবা ফটো

প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে গেলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান। নগর ভবনে তিনি বসেছিলেন মেয়র সেলিনা হায়াৎ আইভীর কাছাকাছি। নির্বাচনের আগে তাদের মধ্যে ‘তিক্ততার বরফ’ গলে কি না তা দেখতে উৎসুক ছিলেন সবাই । 

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ভিডিও কনফান্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি প্রকল্পসহ দেশের বিভিন্ন জেলায় ১৫৭টি প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে নগর ভবনের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সিটি করপোরেশন। অনুষ্ঠানে যোগ দিতে  সকাল সাড়ে ৯টায় নগর ভবনের অডিটরিয়ামে যান শামীম ওসমান। এ ছাড়া উপস্থিত হন তার বড় ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির (জাপা) এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৩ আসনের জাপার এমপি লিয়াকত হোসেন খোকা। অডিটরিয়ামের নির্ধারিত আসনে সামনের সারিতে মেয়র আইভী ডান পাশে বসেন সেলিম ওসমান ও শামীম ওসমান। সেলিম ওসমানের সঙ্গে আইভীর কথোপকথন হলেও শামীম ওসমান আইভীর মধ্যে কথা বলতে দেখা যায়নি।  

২০১১ সালের ৩০ অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এর আগে নারায়ণগঞ্জ পৌরসভা ছিল। ২০১১ সালের মে মাসে সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভাকে নারায়ণগঞ্জ পৌরসভার সঙ্গে অর্ন্তভুক্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়। কিন্তু এমপি শামীম ওসমান দীর্ঘ এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্যও নগর ভবনে যাননি। নাসিক মেয়র আইভীর সঙ্গে তার মতবিরোধ থাকার কারণে তিনি সেখানে যাননি বলে নগরবাসী মনে করেন। ফলে প্রথমবারের মতো শামীম ওসমানের নগর ভবনে যাওয়ার বিষয়টি উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে বেশি আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার পর নগর ভবনের অভ্যন্তরে নাসিক মেয়র ও নারায়ণগঞ্জের ৪ এমপি প্রধানমন্ত্রীর পক্ষে শান্তির পায়রা কবুতর উড়িয়ে প্রকল্পগুলোর নামফলক উন্মোচন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা