× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৪:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত সংঘর্ষকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জনকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত সংঘর্ষকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জনকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গোষ্ঠীগত বিরোধকে কেন্দ্র করে কয়েক দফা দফায় সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ ৩৮ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৩ নভেম্বর) রাতে তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এই সংঘর্ষ শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত স্থায়ী হয়। সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম, একই ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ড সদস্য আরজু মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মনির হোসেন, মজিবুর রহমান, বেদন মিয়া, মো. কামাল খা মেম্বার, সফিকুল ইসলাম, হোসেন মিয়া,  নুরুল ইসলাম,  ইব্রাহীম মিয়া, বাদল মিয়া, মহিউদ্দিন মিয়া,  বাছির মিয়া, মনিরুল ইসলাম, তাজু মিয়া, কুদ্দুছ মেম্বার,  ইদন মিয়া, সিরাজ মিয়া, হায়ের আলী, মো. শামীম, আম্বিয়া খাতুন, আসমা, ববি বেগম,  শিক্ষা বেগম,  লাভলী বেগম, রেখা আক্তার, রীমা বেগম, পারুল বেগম, পারভীন বেগম, নাদিয়া আকার,  সাফিয়া খাতুন, নাহিয়া ইসলাম অন্তু, সেলিনা বেগম, রেবেদা সুলতানা, রিমা বেগম, আজিম মুনসুর।

খোঁজ নিয়ে জানা যায়, খানিবাড়ি গোষ্ঠী ও সিরাজ আলী বাড়ির গোষ্ঠী একটি গ্রুপে এবং দোলা বাড়ি গোষ্ঠীএকটি গ্রুপ। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া ও আরেকটি গ্রুপকে দিচ্ছেন ইউপি মেম্বার আরজু মিয়া। এই দুই গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন পূর্বে আরজু মেম্বারের গ্রুপের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের ছেলেকে মারধর করে খানি বাড়ির ছেলেরা। রবিবার আবার মারধর করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে। এই ঘটনায় উত্তেজনা তৈরি হলে সদর মডেল থানার সদস্যরা সেখানে যান। সোমবার সকালে ঘটনাটি থানায় মিমাংসার জন্য শালিশ সভা ডাকা হয়। এর মধ্যেই সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওসি আসলাম হোসেন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় ৩৮ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা