বগুড়া অফিস
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ০৯:০০ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১০:৫৮ এএম
সোমবার রাতে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা
বগুড়ায় শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে ক্ষতিগ্রস্ত বাসটি যাত্রী নিয়েই ঢাকার পথে রওনা হয়।
সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বনানী এলাকায় এ ঘটনা ঘটে।
শাহ ফতেহ আলী পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর এবং জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বেশ কয়েকজন যাত্রী নিয়ে শাহ ফতেহ আলী পরিবহনের বাস ঢাকার পথে রওনা হয়। পথিমধ্যে শাহ সুলতান কলেজ এলাকায় পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাসের জানালার কাচ ভেঙে যায়। পরে যাত্রীদের কথা চিন্তা করে ওই বাস নিয়েই ঢাকার পথে রওনা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।’
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘শাহ ফতেহ আলী বাসে ইটপাটকেল নিক্ষেপের ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’