× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিস্তীর্ণ হাওরে নৌ চলাচল বন্ধ

মধ্যাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২ ১২:৪৮ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২২ ১৮:০৮ পিএম

বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কারণে হাওর নৌ চলাচল বন্ধ রয়েছে। ছবি : প্রবা

বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কারণে হাওর নৌ চলাচল বন্ধ রয়েছে। ছবি : প্রবা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিস্তীর্ণ হাওর জনপদে নৌ চলাচল বন্ধ রয়েছে। রবিবার থেকে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কারণে হাওরে নৌ চলাচল ঝুঁকিতে পড়েছে।

হাওরের প্রবেশদ্বার করিমগঞ্জের চামড়াঘাট নৌ বন্দর ও বালিখলা ঘাট থেকে সোমবার (২৪ অক্টোবর) সকালে কোনো ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলার ছেড়ে যায়নি।

অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আগে জীবন পরে জীবিকা। তবে এ কথা সত্য দুর্যোগময় আবহাওয়ার কারণে অনেক পরিবারে রান্নার চুলা জ্বলবে না। ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের খাদ্যসহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চামড়াঘাট নৌ বন্দর থেকে প্রতিদিন হাওরের অন্তত ২০টি উপজেলার ৭০টি স্থানে কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকে। 



করিমগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের নৌকার মাঝি রহিম শেখ জানান, কয়েকশ মাঝিমাল্লা বেকার হয়ে পড়ায় আর্থিক অনটনে আছেন। 

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় লাইনে চলাচলকারী ট্রলার আপাতত বন্ধ রাখার জন্য বলা হয়েছে। পাশাপাশি জেলে সম্প্রদায়ের লোকজন ও হাওরে নানা কাজে সম্পৃক্ত শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল না করতে জনপ্রতিনিধিদের তদারকি করতে বলা হয়েছে।

প্রবা/রাই/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা