× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম

নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনুন

রূপগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ০১:১০ এএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১০:৪৮ এএম

রূপগঞ্জের নাওড়া মাতাপাড়ায় ‘শ্রী শ্রী কালী মন্দির’ চত্বরে শ্যামা পূজা উপলক্ষে আয়োজিত উৎসবে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। প্রবা ফটো

রূপগঞ্জের নাওড়া মাতাপাড়ায় ‘শ্রী শ্রী কালী মন্দির’ চত্বরে শ্যামা পূজা উপলক্ষে আয়োজিত উৎসবে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। প্রবা ফটো

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রংধনু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম।   

মঙ্গলবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওড়া মাতাপাড়ায় ‘শ্রী শ্রী কালী মন্দির’ চত্বরে শ্যামা পূজা উপলক্ষে আয়োজিত উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় তাদের আর্থিক সহযোগিতা করার পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর জন্য দোয়া চান তিনি।

রফিকুল ইসলাম বলেন, ‘আমার মালিক, রিজিক, সম্মান সব কিছু আমার ওপরওয়ালার, কেউ আমাকে দেবে, ওইটা আমি বিশ্বাস করি না, এবং ওইটার ওপর আমি ভরসাও করি না। আমি ভরাস করি ওপরে, নিচে আপনারা আছেন, আমাকে ভালোবাসেন। আমার জন্য দোয়া করবেন। আমি এই দোয়া-আর্শিবাদে এক সময় অনেক কিছু হতে পারব।’ 

তিনি আরও বলেন, ‘আমি নাওড়ার মানুষ, সাধারণ ঘরের সন্তান, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন, আমার আর কিছু চাওয়া-পাওয়ার নাই। শুধু আপনাদের জন্য আমি চাই এই গ্রামের মানুষ, এই এলাকার মানুষ, এই রূপগঞ্জের মানুষ শান্তিতে থাকবে।’ 

বক্তব্যের সময় সনাতন ধর্মালম্বীদের অভয় দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমি আমার হিন্দু সম্প্রদায়ের সবার কাছে অনুরোধ করব, আপনার কিন্তু...ওই যে বলে যে সংখ্যালঘু.... কিন্তু আপনারা এমন ভাববেন না। ..... প্রতিবেশী দেশ ভারত বলেছে, নির্বাচন আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে আমেরিকার নাক গলানোর দরকার নেই এখানে। এই কথা বলার পরে আমেরিকার আর শক্তি আছে বাংলাদেশের প্রতি কোনো নাক গলানের। বাংলাদেশের দিকে তাকানোর।’ 

তিনি আরও বলেন, ‘আজকে যারা অত্যাচারি, জুলুমবাজ তাদের অবস্থা কী, আছে কোনো চিহ্ন, ইনশাআল্লা আগামীতে, আর দুই মাস অপেক্ষা করেন, ওদের অস্তিত্ব থাকবে না। আমাদের কোন লোক যদি খারাপ দৃষ্টিতে আপনাদের দিকে তাকায়, আমি আশা করি আমাকে বলবেন, আমি যথাযথ ব্যবস্থা নেব।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান ও শফিকুল ইসলাম শফিক উপস্থিতি ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, কায়েতপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহি উদ্দিন মেম্বার, নাওড়া ১ নম্বর ওয়ার্ডের জসিম মেম্বার, মুসলিম মেম্বার, যুব মহিলা লীগ নেত্রী স্বপ্না আকতার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা