× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশ্মিরে অগ্নিকাণ্ডে নিহত অনিন্দ্যের স্ত্রীর বিলাপ

আরাধ্য ও তিথিকে এখন কে দেখবে

চট্টগ্রাম অফিস ও রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ২০:৩৩ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ২১:০০ পিএম

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশলের মৃত্যুর সংবাদে মা ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়ে। রবিবার চট্টগ্রাম নগরীর জামালখানের বাসা থেকে তোলা। প্রবা ফটো

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশলের মৃত্যুর সংবাদে মা ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়ে। রবিবার চট্টগ্রাম নগরীর জামালখানের বাসা থেকে তোলা। প্রবা ফটো

আমাকে ছেড়ে চলে গেলে। এখন আমাদের কে দেখবে? আমাদের দুই মেয়ে আরাধ্য ও তিথিকে কে দেখবে? বেড়াতে গিয়ে কেন এভাবে আমাদের ছেড়ে চলে গেলে—এভাবে বিলাপ করছেন কাশ্মিরের শ্রীনগরে বিখ্যাত ডাল লেকে হাউসবোটে আগুনে নিহত গণপূর্ত বিভাগের প্রকৌশলী অনিন্দ্য কৌশলের সহধর্মিণী প্রিয়াংকা রাণী দেবী।

রবিবার (১২ নভেম্বর) বিকালে চট্টগ্রাম মহানগরীর জামালখান এলাকার ইউরেকা ভবনে নিহত অনিন্দ্যের বাসায় গিয়ে এ দৃশ্য দেখা যায়। মৃত্যুর খবর শুনে ইউরেকা ভবনের নিচে তার স্বজনরা এসেছে। তারা প্রিয়াংকাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে।

শনিবার শ্রীনগরে বিখ্যাত ডাল লেকে পাঁচটি হাউসবোটে আগুন লাগার ঘটনায় বাংলাদেশি তিন পর্যটকের মৃত্যু হয়েছে। বাংলাদেশি পর্যটকরা ছিলেন সাফিনা নামের একটি হাউসবোটে। লেকের ৯ নম্বর ঘাটের কাছে পুড়ে যাওয়া হাউসবোটের ধ্বংসাবশেষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। 

নিহতরা হলেনরাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, গণপূর্ত বিভাগ চট্টগ্রাম-২-এর উপবিভাগীয় প্রকৌশলী ইমন দাশগুপ্ত। অন্যজন মোহাম্মদ মাইনুদ্দিন। তিনি পেশায় একজন ঠিকাদার; তার বাড়ি রাউজান কদলপুর ইউনিয়নে।

অনিন্দ্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০০৪-০৫ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মিরসরাই। আর প্রকৌশলী ইমন দাশগুপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০০৬-০৭ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাউজানের কদলপুরে। 

নিহত অনিন্দ্য কৌশলের বাবা স্বপন কুমার নাথ বলেন, ‘আমাদের ছেলে অনিন্দ্য ৩ নভেম্বর তীর্থের উদ্দেশে ভারতে গেছে। দুয়েক দিনের মধ্যে তার ফেরার কথা ছিল। কিন্তু সেখানে আমার ছেলে নাকি আগুনে পুড়ে মারা গেছে। এরই মধ্যে আমরা ভারতে যোগাযোগের চেষ্টা করছি।’ 

গণপূর্তের রাঙামাটি কার্যালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) জয় বড়ুয়া বলেন, ‘স্যার (অনিন্দ্য কৌশল) ৩ নভেম্বর ভারতে গেছেন। তিনি এ সফরে ভ্রমণের পাশাপাশি ভারতে ডাক্তার দেখানোর কথা ছিল। এ ছাড়া আজমির শরিফ যাওয়ার কথা। সেখান থেকে কাজ শেষে কাশ্মিরে যাচ্ছিলেন বলেও জানিয়েছিলেন। ঘটনা শুনে খুব খারাপ লাগছে।’

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘অনিন্দ্য কৌশল খুবই ভালো মানুষ। খবরটা শুনে খুব খারাপ লাগছে। কাশ্মির বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে শ্রীনগরের ডাল লেক। বহু পর্যটক ডাল লেকে হাউসবোটে থেকে লেকের সৌন্দর্য্য উপভোগ করেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা