× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপি কার্যালয়ে চেয়ারম্যানকে কুপিয়ে পালাল হেলমেট পরা দুর্বৃত্তরা

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১৭:১১ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ১৮:৪২ পিএম

রানীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

রানীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

নওগাঁর রানীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। রবিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে ইউপি কার্যালয়ে চেয়ারম্যানের কক্ষে ঢুকে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা চেয়ারম্যানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ পারইল গ্রামের তছির উদ্দীন ফকিরের ছেলে। তিনি একই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

ইউনিয়ন পরিষদের সচিব তরিকুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান অফিসকক্ষে বসে কাজ করছিলেন। ১১টার দিকে তিনটি মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরা ৫-৬ জন লোক ইউপি কার্যালয়ে আসে। তারা চেয়ারম্যানের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ২/৩ মিনিটের মধ্যেই পালিয়ে যায়। হামলাকারীদের কাউকে চিনতে পারিনি।’

তিনি জানান, চেয়ারম্যানের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, ‘ঘটনার সময় পাশের বাজারে ছিলাম। শোনার পরপরই পরিষদে ছুটে আসি। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।’

চেয়ারম্যানের বড় ভাই মমতাজুর রহমান বলেন, ‘জমিজমা বা অন্য কোনো বিষয় নিয়ে তার সঙ্গে কাও বিরোধ নেই। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে হত্যা করার জন্য এই হামলা চালানো হয়েছে।’

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা