× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উদ্বোধনের রাতেই কস্তুরাঘাট-খুরুশকুল সেতুর ১২ বাতি চুরি

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১৪:৩৬ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ১৮:৪৯ পিএম

কস্তুরাঘাট-খুরুশকুল সংযোগ সেতুর বাতি চুরি হয়েছে। প্রবা ফটো

কস্তুরাঘাট-খুরুশকুল সংযোগ সেতুর বাতি চুরি হয়েছে। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কক্সবাজার সফরে এসে রেললাইনসহ ১৪ প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রকল্পগুলোর মধ্যে বহুল কাঙ্খিত দৃষ্টিনন্দন কস্তুরাঘাট-খুরুশকুল সংযোগ সেতু অন্যতম। উদ্বোধনের পর সন্ধ্যায় সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আর রবিবার (১২ নভেম্বর) ভোর হওয়ার আগেই সেই সেতুর ১২টি বাতি উধাও হয়ে গেছে।

সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর ওয়ালে লাগানো অনেকগুলো বাতি নেই।

সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী জাহেদুল ইসলাম বলেন, ‘গতকাল উদ্বোধনের পর সেতুটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু সেই সুযোগে সেতুর দুই পাশের ১২টি বাতি চুরি হয়ে যায়। বাকি বাতিগুলো চুরি হওয়ার আশঙ্কায় খুলে রাখে কর্তৃপক্ষ। যানবাহন ও পথচারী চলাচল আপাতত বন্ধ রয়েছে।’

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান বলেন, ‘বিষয়টি আমি আগে জানতাম না। এখন শুনেছি। আমি একটি মিটিংয়ে রয়েছে। মিটিং শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এরকম কোনো অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

২৫৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৯৬ মিটার দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন এই সেতু শনিবার (১১ নভেম্বর) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার শহর থেকে নদীর উত্তর পাড়ে খুরুশকুলের আশ্রয়ণ প্রকল্পে যাতায়াতের জন্য বাঁকখালী নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা