× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতৃত্বহীন বিএনপির দেশের নেতৃত্ব চাওয়া হাস্যকর : পানিসম্পদ উপমন্ত্রী

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ২১:৩২ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ২১:৫২ পিএম

নড়িয়ায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। প্রবা ফটো

নড়িয়ায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। প্রবা ফটো

‘বিএনপির নিজেদের নেতৃত্ব নিয়েই সমস্যা। খালেদা জিয়া ও তারেক রহমান দুজন সাজাপ্রাপ্ত আসামি। খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় বাসায় থাকতে পারছেন। আর তারেক রহমান বিদেশে পলাতক। সেই নেতৃত্বহীন বিএনপির দেশের নেতৃত্ব চাওয়া হাস্যকর।’

মঙ্গলবার (৭ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়ায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেনশরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজী, ইউএনও (নড়িয়া) শংকর চন্দ্র বৈদ্য, নড়িয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহাবউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওহাব বেপারি, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌর মেয়র আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপদেষ্টা জোবায়েদা হক অজন্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারি, জপসা ইউপি চেয়ারম্যান আনোয়ার মাদবর, ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহমেদ সিকদার, সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর প্রমুখ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা এএফএম নুরুল হক হাওলাদার (সাবেক এমপি) সেতু, ভূমখাড়া ইউনিয়নে শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. আলাবক্স মিয়া সড়ক (পাটদল যুক্তিতলা ব্রিজের পূর্ব দিক হতে পণ্ডিতসার পর্যন্ত), কীর্তিনাশা নদীর ওপর ভোজেশ্বর-জপসা সেতু, বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, নড়িয়া পৌরসভার চারটি সড়ক ও অফিসার্স ক্লাব আয়োজিত টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন উপমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা