× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ সমস্যার সমাধান হবে চ্যালেঞ্জ : দায়িত্ব নিয়ে বললেন সিলেটের মেয়র

সিলেট অফিস

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ২০:৫০ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ২১:১৮ পিএম

নগর ভবনে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নেন আনোয়ারুজ্জামান। প্রবা ফটো

নগর ভবনে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নেন আনোয়ারুজ্জামান। প্রবা ফটো

নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে সুধিসমাবেশে বিশিষ্টজনেরা সিলেট সিটি করপোরেশনের অনেকগুলো সমস্যা চিহ্নিত করেছেন। এর মধ্যে তারা পাঁচ সমস্যাকে প্রধান বা অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোর সব গ্রামের নগরায়ণ, বন্যা ও জলাবদ্ধতা নিরসন, লোডশেডিং দূর করা, বিশুদ্ধ খাবার ও পানি শতভাগ নিশ্চিত করা, মশার উপদ্রব থেকে রক্ষা। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ৩টায় নগর ভবনে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নেন আনোয়ারুজ্জামান। গত ২১ জুন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি মেয়র নির্বাচিত হন।

সিলেটের প্রবীণ রাজনীতিক ও সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ বলেন, ’নতুন করে যুক্ত ১৫টি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ করতে হবে। পাশাপাশি পুরোনো ২৭ ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। গত দুই বছর কয়েক দফা বন্যায় নগরবাসীকে ভাবিয়ে তুলেছে। এ ছাড়া ভারী বর্ষণ হলেই নগরীতে জলাবদ্ধতা দেখা দেয়। বন্যা ও জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষা করতে সুষ্ঠু পরিকল্পনা নিতে হবে। শুধু ড্রেন নির্মাণ বা সংস্কার করলে চলবে না। সুরমা নদী খননের বিষয়টায় গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ’ঘন ঘন লোডশেডিংয়ে অসহনীয় দুর্ভোগ হয়। এ সমস্যা সমাধানে সিটি করপোরেশনকে বিশেষ গুরুত্ব দিতে হবে। নগরবাসীর স্বার্থে প্রয়োজনে সিটি করপোরেশন নিজ উদ্যোগে বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা করতে পারে।’ 

মশার উপদ্রব নাগরিক জীবন অতিষ্ঠ করে তুলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সিনিয়র সহসভাপতি মোকাদ্দেস বাবুল। তিনি বলেন, ’মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ অনেক কঠিন রোগের ঝুঁকিতে রয়েছে নাগরিকরা। হাতে গোনা দু-চারজন কাউন্সিলর ছাড়া অন্যরা লোক দেখানো মশকনিধন অভিযান পরিচালনা করেন। এ কারণে কাজের কাজ কিছুই হয়নি। কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে ।‘ 

সিলেট জেলা বারের সদস্য আইনজীবী মামুন রশিদ বলেন, ’উন্নত ও সুন্দর জীবনের জন্য সবার আগে প্রয়োজন নিরাপদ স্বাস্থ্যকর নগর। এজন্য প্রয়োজন বিশুদ্ধ খাবার ও পানি শতভাগ নিশ্চিত করা। ফরমালিনমুক্ত ও নিরাপদ বাজার ব্যবস্থা গড়ে তুলতে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। নাগরিকদের পানিসেবা দেওয়ার জন্য যে মোটর বা পাম্প বসানো হয়েছে, তা চাহিদার তুলনায় খুবই কম। এ ছাড়া প্রত্যেকটি শিশুকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদে রূপান্তরিত করতে হবে।’

এসব বিষয়ে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নাগরিকদের ভরসার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, ’প্রত্যেক সিটিতে কমবেশি সমস্যা থাকে। আবার সমাধানেরও পথ আছে। সিলেট নগরীতেও অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য জনগণ আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নাগরিকদের সেই প্রত্যাশার জায়গাকে চিহ্নিত করে নগরায়ণের পরিকল্পনা নেব। এ ছাড়া অধিক গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে মাস্টারপ্ল্যান করে সমাধানের চেষ্টা করব।‘

এর আগে আনোয়ারুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, পর্যটনসমৃদ্ধ অসাম্প্রদায়িক নগরী সিলেট, যার রয়েছে নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য। সেই শহরকে ক্লিন, গ্রিন ও স্মার্ট করে গড়তে চান তিনি। যেহেতু পরিচ্ছন্নতা ও সবুজায়নের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে, সবার আগে তিনি নিশ্চিত করতে চান পরিচ্ছন্ন, সবুজ, পরিবেশবান্ধব সিলেট। তা ছাড়া তিনি বলেছিলেন, সুরমা নদী খনন করা হবে, প্রবাসীরা দেশে ফিরে জমি নিয়ে যেন ঝামেলায় না পড়েন, তা দেখা হবে; সারা শহরে ফ্রি ওয়াইফাই ও সিসি ক্যামেরা বসানো হবে প্রভৃতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা