× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার্বন দূষণকারী দেশকে ‘লাল কার্ড’ প্রদর্শন

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ২২:৪৮ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ২২:৫৩ পিএম

কার্বন দূষণকারী দেশকে ‘লাল কার্ড’ প্রদর্শন

ধনী দেশগুলোর অধিকহারে জীবাশ্ম জ্বালানির ব্যবহারে পরিবর্তন হচ্ছে জলবায়ু। তারা অধিকহারে কার্বন নিঃসরণ করছে। এতে উত্তপ্ত হচ্ছে পৃথিবী। তারা জলবায়ু চুক্তি মানছে না। বরং জালবায়ু পরিবর্তনের বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

তাদের লোভ ও লাভের কারণে অধিক কার্বন নিঃসরণ হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ওজোন স্তর। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে নেতিবাচক প্রভাবে বাড়ছে দুর্যোগ। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, পরিবেশ, প্রাণবৈচিত্র্য, বায়ু, পানি, মাটি। প্রভাব ফেলছে মানুষের জীবনযাত্রায়। জলবায়ু উদ্বাস্তু হচ্ছে হাওর, পাহাড়, উপকূলসহ সমতলের মানুষ। এরই প্রেক্ষিতে দুবাইতে জলবায়ু সম্মেলন কপ-২৮ কে সামনে রেখে নেত্রকোণার একটি বিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থী কার্বন দূষণকারী দেশগুলোকে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বেসরকারি সংস্থা বারসিক’র সহযোগিতায় সদর উপজেলার হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরা এ লাল কার্ড প্রদর্শন করে।  এ সময় জলবায়ুর ন্যায্যতার দাবিতে বিদ্যালয়টির সকল শিক্ষার্থী, শিক্ষকের অংশগ্রহণে এক প্রকৃতি বন্ধনও অনুষ্ঠিত হয়। শিক্ষাথীরা সমবেত হয়ে লাল কার্ড, প্লে-কার্ড, ফেস্টুন নিয়ে কার্বন নিঃসরণকারী দেশগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তারা ‘পৃথিবীর কার্বন দূষণকারী দেশ তোমরা থামো’, ‘আর দূষণ করে পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তোলনা’, ‘আমাদের পৃথিবী একটাই’ লেখা সম্বলিত ফেস্টুন প্রদর্শন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক তুহিন বলেন, ‘আমাদের সকল শিক্ষার্থী, শিক্ষক জলবায়ু ন্যায্যতার দাবি নিয়ে দাঁড়িয়েছি। দিন দিন জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমরা নদী, জলাভূমি, গাছ, মাছ, প্রাণবৈচিত্র্যসহ প্রকৃতির সকল উপাদান হারিয়ে ফেলছি। প্রকৃতিকে নিজের মতো থাকতে দিচ্ছি না। ফলে নানা দুর্যোগের সম্মুখীন হচ্ছি। পৃথিবীর ধনী দেশের মানুষেরা তাদের নানা কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের মতো দেশের ক্ষতি করছে।’

তিনি আরও বলেন, ‘পরিবেশকে ভালো রাখতে হলে কার্বন দূষণ কমাতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে হবে। আমরা চাই প্রতিটি মানুষ একটি সুন্দর পরিবেশে নিরাপদে বেঁচে থাকুক। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে আমাদের কাজ করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা