রাজশাহী অফিস
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ২২:৫৭ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ০০:৩০ এএম
প্রবা ফটো
রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে দুইটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের প্রধান ফটকের সামনে লাল ও কালো টেপে মোড়ানো দুইটি বস্তু দেখে সন্দেহ হলে রেলের নিরাপত্তাকর্মীরা পুলিশে খবর দেয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে দুটি ককটেল উদ্ধার করে।
রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আরএমপির নিজস্ব বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল থেকে দুইটি ককটেল উদ্ধার করেছে। ককটেল দুটিকে বা করা স্টেশনের গেটের কাছে ফেলে রেখে যায়। বিষয়টি খতিয়ে দেখতে সিসিটিভি ক্যামেরা ফুটেজও বিশ্লেষণ করে দেখা হচ্ছে।