× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ সন্তানসহ নদীতে ঝাঁপ মায়ের

শরীয়তপুর সংবাদদাতা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ২২:৩৫ পিএম

৩ সন্তানসহ নদীতে ঝাঁপ মায়ের

পারিবারিক কলহের জেরে নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের ভোজেশ্বর বন্দর এলাকায় এক মা তার তিন সন্তানকে নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা দুজনকে উদ্ধার করলেও রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ মেলেনি মা ও তার এক সন্তানের। উদ্ধার দুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওই গৃহবধূর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কারণে গৃহবধূ এ ঘটনা ঘটিয়েছেন। নিখোঁজ ওই গৃহবধূর নাম সালমা বেগম (২৯)। তিনি নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজবাহার মাতবরের স্ত্রী। আজবাহার মাতবর ভোজেশ্বর বাজারে পাটের ব্যবসা করেন। এখনও নিখোঁজ রয়েছে তাদের বড় ছেলে সাহাবীর (৭)। উদ্ধার হয়েছে আনিকা (৩) ও জাফর (১)। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, পারিবারিকভাবে ১০ বছর আগে আজবাহারের সঙ্গে বিয়ে হয় সালমার। বিয়ের পর থেকেই সালমা বেগমের শাশুড়ি মিলি বেগম ও ননদ কলির সঙ্গে বনিবনা হচ্ছিল না। এই নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই পারিবারিক কলহের কারণে সালমা আত্মহত্যার উদ্দেশ্যে তার তিন সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন বলে অভিযোগ পরিবারের। 

নড়িয়া ফায়ার সার্ভিসের লিডার রওশন জামিল বলেন, ‘খবর পেয়ে আমরা সাত সদস্যদের একটি দল বেলা ১১টার সময় ঘটনাস্থলে পৌঁছেছি। তার আগেই স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আমরা এসে অভিযান শুরু করি এবং ডুবুরি দল পাঠানোর জন্য মাদারীপুর ফায়ার স্টেশনে কল করি। দুপুর ১টার সময় মাদারীপুর থেকে চার সদস্যদের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।’ 

তিনি আরও বলেন, ‘সন্ধ্যার আগ পর্যন্ত মা সালমা ও তার এক সন্তানকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যার পর অভিযান স্থগিত করা হয়েছে এবং আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।’ 

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে তিন সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সালমা বেগম ও তার এক ছেলে এখনো নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা