× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন

রাজপথে সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ২২:৩১ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ২২:৩৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রবিবার (৫ নভেম্বর) সকাল থেকেই যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করতে রাজধানীসহ সারা দেশে মাঠে ছিল আওয়ামী লীগ। এদিন সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে সতর্ক অবস্থান নিয়ে রাজপথ দখলে রাখতে দেখা গেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। এই সময় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন এলাকায় মিছিল-মিটিং, সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ ছাড়া বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন ক্ষমতাসীনরা।

বরাবরের মতো এদিন সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় সতর্ক অবস্থান নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল করে অবরোধের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুর কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহসভাপতি হেদায়াতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ কামাল, মিরাজ হোসেন, মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, আকতার হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। অবরোধবিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এবং উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজও এই সময় উপস্থিত ছিলেন। 

এদিকে দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিএনপির রাজনীতির কঠোর সমালোচনা করে সংলাপের বিষয়টি আবারও নাকচ করে দেন। এ ছাড়া বিকালে অনুষ্ঠিত হয় দলের ইশতেহার উপকমিটির সভা। সেখানে সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

এদিকে উত্তরা, গাবতলী, বাড্ডা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এসব শান্তি সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। এ ছাড়া ঢাকা-১৮ আসনের এমপি মোহাম্মদ হাবিব হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। রাজধানীর আদাবর এলাকায় লাঠিসোটা হাতে মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মোটরসাইকেল মহড়াটি দুপুরে আদাবর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

ঢাকা-১০ সংসদীয় আসনের ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থান কর্মসূচি পালন করে যুবলীগ। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম। এদিকে গাবতলীতে যুবলীগের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এ ছাড়া সকাল থেকে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় যুবলীগ। এতে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য তাজউদ্দিন আহমেদ, মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ প্রমুখ। এ ছাড়া এদিন ঢাকার প্রায় প্রতিটি সংসদীয় আসনে অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগ।

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু তার আসন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এদিকে যাত্রাবাড়ীসহ ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি করেছেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন। হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে যাত্রাবাড়ী শেখ রাসেল পার্কের সামনে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির।

ঢাকা-৪ নির্বাচনী আসনের সাবেক এমপি সানজিদা খানমের নেতৃত্বে জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল হয়। অ্যাডভোকেট জগলুল কবিরের নেতৃত্বে পোস্তগোলা ও রাজাবাড়ী মোড়ে অবস্থান পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় জয়কালী মন্দির ও গুলিস্তানের ঠাটারীবাজার থেকে ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলুর নেতৃত্বে মিছিল বের হয়। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে ঢাকা-৮ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অবরোধের বিরুদ্ধে সারা দেশে শান্তি সমাবেশ ও অবস্থান আ.লীগের : বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিন রবিবার দেশের বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ, সতর্ক অবস্থান ও প্রতিবাদ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যশোর-৪ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাবুলের নেতৃত্বে অভয়নগর ও বাঘারপাড়ার বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণের পাশাপাশি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এ ছাড়া কিশোরগঞ্জের ভৈরবে অবরোধের পাশাপাশি স্থানীয় বিএনপির ডাকা হরতালের নামে যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির অবরোধ প্রত্যাখ্যান ঘোষণা করে ভোর থেকে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় পাদদেশে অবস্থান নেয় ভৈরব আওয়ামী লীগ। এদিকে সারা দেশে অবরোধের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, বোমা হামলা, যানবাহন ভাঙচুরের প্রতিবাদে বগুড়ার রাজপথে অবস্থান নিয়েছিলেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার সকাল ১০টার দিকে লাঠি হাতে শতাধিক বাইক নিয়ে তারা মাটিডালী থেকে গোকুল এবং বনানী পর্যন্ত মহড়া দেন। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। এ সময় অবরোধবিরোধী স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ নেতাকর্মীরা। 

টঙ্গীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গী বাজার, স্টেশন রোড, চেরাগ আলী মার্কেট ও হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিয়ে সারা দিনই কিছুক্ষণ পরপর মিছিল বের করে। লোকাল বাস, প্রাইভেটকার, বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাসসহ সব ধরনের যানবাহন নির্বিঘ্নে যাতায়াত করেছে। তবে দূরপাল্লার বাস বন্ধ ছিল। অবরোধ প্রতিরোধে শোডাউন করেছে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগ। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংস্কৃতি-বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের নেতৃত্বে অবরোধবিরোধী এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীতে জাসদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল : বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও নির্বাচন বানচালের চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা