হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ২১:৪০ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ২২:১৫ পিএম
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ৪২২ টন আলু এসেছে। রবিবার (৫ নভেম্বর) এসব আলু আসে। এ নিয়ে বৃহস্পতিবার থেকে তিন দফায় এ বন্দর দিয়ে মোট ১ হাজার ৫৮৮ মেট্রিক টন আলু আমদানি হলো। সম্প্রতি দেশে আলুর দাম হুহু করে বাড়তে থাকলে সরকার ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয়।
হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত আলু প্রকারভেদে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩১ থেকে ৩২ টাকা কেজি দরে। হিলি খুচরা বাজারের বিক্রেতা মো. আশরাফ আলী জানান, ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ায় দেশি আলুর দাম কেজিতে ৫-১০ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে; ছোট জাতের আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। আলু কাঁচা পণ্য হওয়ায় দ্রুত বাজারজাত করতে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন।