খুলনা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ২১:৩৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ২২:০৮ পিএম
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে যাত্রীবাহী বাস। প্রবা ফটো
খুলনার রূপসায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে রূপসা-মোংলা মহাসড়কের তালিমপুর জামে মসজিদ গেটের সামনে দাঁড়িয়ে থাকা ওই বাসে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা এ সময় অবরোধের সমর্থনে স্লোগান দেয়। খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খুলনা থেকে মোংলা রুটে চলাচলকারী মায়ের আচল নামে যাত্রীবাহী বাস রূপসার তালিমপুর জামে মসজিদ এলাকায় পার্কিং করা ছিল। রাত ৮টার দিকে সাত-আটজন এসে বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা অবরোধের সমর্থনে স্লোগান দিতে দিতে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’
স্থানীয়রা জানায়, বাসটি রূপসা উপজেলায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে লোকজন নিয়ে এসেছিল। তাদের উপজেলায় নামিয়ে দিয়ে বাসটি তালিমপুরে পার্কিং করা ছিল।
বাসের মালিক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাসটি খুলনা-মোংলা রুটে চলাচল করে। রবিবার দুপুরে বাসটি উপকারভোগীদের নিয়ে রূপসা উপজেলার বঙ্গবন্ধু কলেজমাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায়। সেখান থেকে ফেরার পর চালক অমিত কুমার দাস সন্ধ্যার দিকে বাসটি তালিমপুরের নৈহাটী ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন মসজিদের সামনে রেখে বাড়িতে যায়। রাত আটটার দিকে কয়েকজন মোটরসাইকেল ও ভ্যানে করে এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এতে লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা কী কারণে বাসে আগুন দিয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’