সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৮:৩৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৯:৫৯ পিএম
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। বাজারের বর্তমান অবস্থা আগামী অগ্রহায়ণের পর থাকবে না। অগ্রহায়ণে ধান উঠলে বাজার স্থিতিশীল হবে।
রবিবার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের অ্যাকাডেমিক ভবনে পাঠদান কার্যক্রম শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, ’দেশে বড় বড় মেগা প্রকল্প হচ্ছে। ফলে নতুন ভোক্তাশ্রেণি তৈরি হয়েছে, আগের চেয়ে ক্রয়ক্ষমতাও বেড়েছে মানুষের।’
আসন্ন নির্বাচনে মানুষের জন্য কাজের সুযোগ চেয়ে বলেন, ’স্রষ্টা দেবেন আয়ু আর আপনারা দেবেন কাজ করার সুযোগ। আমার অনেক ত্রুটি আছে, স্বীকার করি। তবে সার্বিক কাজের মূল্যায়নে যদি পাস করি, ভুল-ত্রুটি মানুষ যদি ক্ষমা করে আবারও সুযোগ দেয়, তাহলে বাকি কাজগুলো করতে পারব।’
নির্বাচনের পরিবেশ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ’এখন আমরা একটা যুগসন্ধিক্ষণের মধ্যে আছি। বাংলাদেশ সামনে যাবে নাকি এখানেই থেমে যাবে, এই সিদ্ধান্ত দেশের মানুষকে নিতে হবে। নির্বাচনের নব্বই দিনেরও বেশি বাকি, নির্বাচনী পরিবেশের নব্বই ভাগ ইতোমধ্যে তৈরি হয়েছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে পরিবেশ আরও ভালো হবে।’
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ’প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে হাওরের পাড়ে প্রাকৃতিক পরিবেশে সুনামগঞ্জবাসীর অনেক দিনের আকাঙ্ক্ষার ফসল বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ক্যাম্পাস তৈরি হচ্ছে। এই ক্যাম্পাসের অ্যাকাডেমিক ভবনের কাজ শেষ হলে অস্থায়ী ক্যাম্পাস থেকে এ ভবনে পাঠদান কার্যক্রম সরিয়ে আনা হবে। এ দিনে অন্যদের সঙ্গে আমিও আবেগ তাড়িত।‘
এজন্য তিনি সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদার। সহযোগী অধ্যাপক ডা. বিনা পানি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য আবু নঈম শেখসহ অনেকে।
এরপর মন্ত্রী মদনপুর-দিরাই-শাল্লা সড়কে তিনটি নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।