ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৭:৪২ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৭:৪৩ পিএম
চিকিৎসা নিচ্ছেন আহত ২ পুলিশ সদস্য। প্রবা ফটো
দ্বিতীয় দফায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ককটেল বিস্ফারণে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৫ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের কালিরহাট মোড়ে পুলিশকে লক্ষ্য করে ককটল বিস্ফোরণ করাসহ ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- কনস্টেবল হুমায়ুন কবীর ও মামুনুর রশীদ। তারা পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আটকরা হলেন- উপজেলার নানুহার গ্রামের শামিম আহাম্দে, মল্লিকপুর বলাইহাট গ্রামের আসাদুল ইসলাম ও কোষাডাঙ্গীপাড়া গ্রামের শহিদুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, তারা সবাই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
ওসি আব্দুল লতিফ শেখ বলেন, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়ক অবরাধ করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ কনস্টেবল হুমায়ুন কবীর ও মামুনুর রশীদ আহত হন।
তিনি বলেন, রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি, পুলিশকে আহত করা, রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক হামিদুল ইসলাম মামলা করেছেন।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, বিএনপির কোনো নেতাকর্মী ককটেল বিস্ফোরণ করেনি। কোনো পুলিশ সদস্য আহতও হয়নি। পুলিশ একটা নাটক সাজিয়ে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে চায়। আর নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে ভরতে চায়। আজকে যেমন ৩ জনকে আটক করেছে। এটা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা।