বরিশাল অফিস
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৭:৪০ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৯:৩১ পিএম
‘মুজিব : একটি জাতির রুপকার’ ছবি দেখে কাঁদলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। এ সময় তাদের সঙ্গে দর্শকের চোখে দেখা যায় কান্না।
রবিবার (৫ নভেম্বর) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছবির উম্মুক্ত প্রদর্শনীর দর্শক ছিলেন তারা। সেখানে পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামুল্যে ছবিটি প্রদর্শন করা হয়। এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রদর্শনে দর্শক ছিলেন নবনির্বাচিত সিটি মেয়র ও পানি সম্পদক প্রতিমন্ত্রীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অসাধারণ একটা ছবি। ইতিহাসে পড়া ঘটনা ছবির মাধ্যমে জীবন্ত ফুটে উঠেছে। নতুন প্রজন্ম দেখতে পারছে। ছবিতে জাতির পিতার ত্যাগ স্পষ্ট ফুটে উঠেছে।
খান মামুন বলেন, ৭৫ এর ১৫ আগষ্টের নির্মম নৃশংসতা দেখে প্রতিমন্ত্রী, মেয়র, বিভাগীয় কমিশনার মো. শওকত আলীসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তারাও চোখের পানি ধরে রাখতে পারেননি।