টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৭:২৮ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৭:৪৯ পিএম
টাঙ্গাইল সদর থানা। ছবি : সংগৃহীত
টাঙ্গাইলে নাশকতার মামলায় মাওলানা ভাসানীর নাতিসহ বিএনপির ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ নভেম্বর) সকালে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের সমর্থনে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাইপাস এলাকায় কর্মসূচি পালনের সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে আরেকজন নেতাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মাওলানা ভাসানীর নাতি ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোস্তফা কামাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন, যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল ও টাঙ্গাইল শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আকন্দ।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া প্রতিদিনের বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হকসহ কয়েকজন নেতাকর্মী সকালে সদর উপজেলার করটিয়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সমর্থনে কর্মসূচি পালন করতে যান। এ সময় পাঁচজনকে আটক করে টাঙ্গাইল সদর থানায় নিয়ে আসা হয়। পরে টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার বাসা থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আকন্দকে আটক করে পুলিশ।
ওসি বলেন, টাঙ্গাইল সদর থানা করা একটি নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রতিদিনে বাংলাদেশকে বলেন, ‘আমাদের ছয়জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবরোধ শুরু হয়েছে। এসব কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা যেন রাজপথে থাকতে না পারে এজন্য পুলিশ গ্রেপ্তার করছে।’