রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৬:৪৪ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৭:২০ পিএম
নিহত দ্বীন ইসলাম দিলীপ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বের জেরে দ্বীন ইসলাম দিলীপ নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৫ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত হন দিলীপ।
নিহত দিলীপ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তিনি মুড়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, দিলীপ ছাড়াও মুড়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. পিয়াল। সভাপতি পদ নিয়ে পিয়াল ও দিলীপের মাঝে বেশকিছু দিন ধরেই বিরোধ চলছিল। এরই জেরে গত শুক্রবার বিকালে পিয়ালের সঙ্গে দিলীপের বাগ্বিতণ্ডা হয়। রাতে দ্বীন ইসলাম দিলীপকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পিয়ালসহ তার লোকজন। আহত অবস্থায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় দিলীপের মৃত্যু হয়।
ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় দিলীপের স্ত্রী রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের স্ত্রী রূপালী বেগম বলেন, আমার স্বামী দিলীপ দীর্ঘদিন মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমাছের সঙ্গে যুবলীগের রাজনীতি করে আসছিল। আমার স্বামীর সঙ্গে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পাভেলের ছোট ভাই পিয়ালও। পদের লোভে শুক্রবার রাতে আমার স্বামীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।