বগুড়া অফিস
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৬:২৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৬:৪৯ পিএম
প্রতীকী ছবি
বগুড়ার ধুনটে এক কৃষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (৫ অক্টোবর) সকালে ওই ছাত্রীরা বাবা থানায় মামলা করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, অভিযুক্তের নাম এরশাদ আলী। তিনি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, চতুর্থ শ্রেণির মেয়েটি ১ নভেম্বর দুপুরের দিকে বিশ্বহরিগাছা গ্রামের প্রতিবেশী বুলি খাতুনের বাড়ি থেকে নিজের বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় এরশাদ মন্ডল ফাঁকা রাস্তা থেকে তাকে তুলে নিয়ে পাশের কলাবাগানে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে এরশাদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তিনি আরও জানান, এ ঘটনায় ওই কৃষকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।