শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৬:০২ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৬:১৮ পিএম
গাজীপুরে ফিডস মিলে আগুন লাগার সূত্রপাত হয়েছে। প্রবা ফটো
গাজীপুরের বাঘের বাজার এলাকায় কোয়ালিটি ফিডস মিলের গোডাউনে আগুনের সূত্রপাত হয়েছে। রবিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর তিনটার দিকে নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাছ ও মুরগির তৈরিকৃত খাবার রাখার গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দেখে প্রথমে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে স্থানীয়রা মাওনা ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি কাছাকাছি যেতে না পারায় আগুন নেভাতে বেগ পোহাতে হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্তের পর ক্ষতির পরিমাণ জানা যাবে।