প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৫:২৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৬:২৮ পিএম
জামালপুরের সরিষাবাড়ীতে শান্তি সমাবেশে বক্তব্য দেন ডা. মুরাদ হাসান। প্রবা ফটো
জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে বিএনপির রাজনীতির কবর রচনা করা হবে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
তিনি বলেছেন, ‘অবরোধের নামে গুন্ডামি-মাস্তানি, ভাঙচুর চলবে না। আগুন সন্ত্রাস চলবে না। যে আগুন সন্ত্রাস করবে তার হাত পুড়িয়ে দেওয়া হবে।’
রবিবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
ডা. মুরাদ হাসান বলেন, ‘বিএনপির-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধ সরিষাবাড়ী মানুষ মেনে নেয়নি। আমরা আগুন সন্ত্রাসকে প্রতিহত করতে রাজপথে ছিলাম, আছি ও থাকব।’
শান্তি সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল আলম। এ সময় অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।