বগুড়া অফিস
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৪:২৫ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৪:২৭ পিএম
বগুড়ায় শতাধিক বাইক নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রবা ফটো
সারা দেশে অবরোধের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ,বোমা হামলা, যানবাহন ভাঙচুরের প্রতিবাদে বগুড়া রাজপথে অবস্থান নিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে শতাধিক বাইক নিয়ে তারা মাটিডালী থেকে গোকুল এবং বনানী পর্যন্ত মহড়া দেয়।
এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। এসময় অবরোধ বিরোধী স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
মহড়া শেষে তারা মাটিডালী বিমান মোড় এবং বনানীতে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘বিএনপি বরাবরই ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে। পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়ার নেতৃত্বাধীন দল বিএনপির অবৈধ অবরোধ বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বিএনপি, ছাত্রদল, জামায়াত ও শিবিরকে প্রতিহত করতে এবং দাঁতভাঙা জবাব দিতে বগুড়া জেলা ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছে। সেজন্য আজ সকাল থেকেই অবরোধ প্রতিরোধে আমাদের সক্রিয় অবস্থান ছিল বিভিন্ন মহাসড়কে।’