× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলছে ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন, ভোটার উপস্থিতি কম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৩:২৪ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৩:২৫ পিএম

ভোট কেন্দ্রে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। প্রবা ফটো

ভোট কেন্দ্রে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। প্রবা ফটো

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে চলছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচন। রবিবার (৫ নভেম্বর) সকাল ৮টায় এই উপনির্বাচন শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান আলম, জাতীয়পার্টির প্রার্থী আব্দুল হামিদ, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক দুই বারের এমপি জিয়াউল হক মৃধা। তবে ভোটারদের দাবি লড়াই হবে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কলারছড়ি প্রতীকে। 

সকালে প্রথম এক ঘণ্টায় কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম। সকালে সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ উপজেলার তারুয়া শালুকপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট পড়ে ৮৭টি এবং একই সময়ে সোহাগপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোট পড়েছে ৮৭টি। নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়বে।

এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আড়াই হাজার পুলিশ-আনসারের পাশাপাশি রয়েছে ৭ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৮টি দল।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটি সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২ জন। এর মধ্যে সরাইল উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ৬০৫জন ও আশুগঞ্জ উপজেলায় এক ৪৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটিতে ১৯৭৩ সালের আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধুর খুনি তাহের উদ্দিন ঠাকুর সর্বশেষ জয়লাভ করেছিলেন। এরপর গত ৫০ বছরে আওয়ামী লীগের কোনো প্রার্থী এই আসনে জয়লাভ করতে পারেননি। এই আসন থেকে ৫ বার এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াত উকিল আব্দুস সাত্তার ভূইয়া। এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা মহাজোট থেকে লাঙ্গল প্রতীক নিয়ে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া চার দলীয় জোট থেকে ইসলামি ঐক্যজোট নেতা মুফতি ফজলুল হক আমিনী জয়লাভ করেছিলেন। 

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, এই উপনির্বাচনকে কেন্দ্র করে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। নির্বাচনে ৮০০ পুলিশ ও ১ হাজার ৫৮৪ জন আনসার মোতায়েন করা থাকবেন। এছাড়া বিজিবি ও র‍্যাব সদস্যরা মাঠে কাজ করবেন। 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমাদের কোনো ঘাটতি নেই। 

তিনি জানান, দুই উপজেলার ১৭টি ইউনিয়নে ১৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। তাদেরকে তদারকি করতে তিনজন অতিরিক্ত জেলা প্রশাসক থাকবেন। পাশাপাশি দুজন বিচার বিভাগের ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবে। এছাড়া আমি নিজেও মাঠে কাজ করব।

পাঁচ বছরে একবার জাতীয় সংসদ নির্বাচন হলেও এই আসনের ভোটাররা গত ৫ বছরে তৃতীয়বারের মতো এমপি প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন। কারণ এই আসনে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়লাভ করে বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঞা। পরে তিনি সংসদ থেকে পদ করেন এবং বিএনপি থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে চলতি বছরের ১ ফেব্রুয়ারিতে এই আসনে উপনির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন উকিল আব্দুস সাত্তার ভূঞা। উকিল আব্দুস সাত্তার ভূঞা গত ৩০ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গত ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে আবারও উপনির্বাচনের তফসিল দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয়পার্টিসহ পাঁচজন প্রার্থী অংশ নিচ্ছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা