× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে নৌকার প্রার্থীর ভোটের পর কেন্দ্রশূন্য ভোটার

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১২:১৬ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১২:২৪ পিএম

নেতার ভোটের পর কেন্দ্রশূন্য ভোটার। প্রবা ফটো

নেতার ভোটের পর কেন্দ্রশূন্য ভোটার। প্রবা ফটো

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে পৌর শহীদ স্মৃতি অ্যাকাডেমিতে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ভোট দেয়। তার কিছুক্ষণ পরপরই কেন্দ্র থেকে ভোট না দিয়েই পুরুষ ভোটাররা চলে যায়। তবে ভোটার উপস্থিতি দেখানোর জন্য বহিরাগতদের লাইনে এনে দাঁড় করানো হয়েছে বলে অভিযোগ তুলেছে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন।

রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নৌকার প্রার্থী ভোট দেন। তিনি কেন্দ্র থেকে বের হওয়ার ১০ মিনিট না যেতেই কেন্দ্র পুরুষ ভোটার শূন্য হয়ে পড়েছে। শুরু থেকে নারীরা লাইনে থাকলেও সাড়ে ৮টার পর তাদেরকে লাইন দেখা যায়নি। ভোটার নাম্বার খুঁজে না পাওয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে নারীরা। 

এদিকে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বকুলকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেখা যায়নি। তবে কেন্দ্রটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যদের সরব উপস্থিতি ছিল। এ কেন্দ্রে নৌকা ও লাঙলের অ্যাজেন্ট দেখা গেলেও আম ও গোলাপ ফুলের অ্যাজেন্ট দেখা যায়নি। 

নেতার ভোটের আগের চিত্র। 

পৌর শহীদ স্মৃতি অ্যাকাডেমি কেন্দ্রে নৌকার পক্ষে দায়িত্বরত ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘ভোটার উপস্থিতি পর্যাপ্ত রয়েছে।ভোটার নাম্বার খুঁজে না পাওয়ায় ভোটাররা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।’

নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিতে এসেছে। আশা করছি বিপুল ভোটে আমি জয়ী হবো। উন্নয়নের মার্কা নৌকার বিজয় সুনিশ্চিত।’

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘নির্বাচন কার্যক্রম চলছে। ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি র‌্যাব-বিজিবি ও আনসার সদস্যরা কাজ করছেন। এছাড়া ১৬ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় দায়িত্বরত আছেন। ভোটার কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদী তিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা