বগুড়া অফিস
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১১:৪৫ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১১:৫৪ এএম
আহত মাহবুব আলম। প্রবা ফটো
বগুড়ায় পুলিশের ‘রাবার বুলেটে’ এক বিএনপি নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে গুলির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
রবিবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে শহরের তিনমাথা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহত নেতার নাম মাহবুব আলম। তিনি বগুড়া ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা। তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার।
বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার বলেন, ‘অবরোধ কর্মসূচি সফল করতে সকালে তিনমাথা এলাকায় দলীয় নেতাকর্মীরা অবস্থান নেয়। ওইসময় পুলিশী নিরাপত্তায় ট্রাক চলাচল করছিল। হঠাৎ করে ট্রাকের সামনে থাকা পুলিশের গাড়ি থেকে রাবার বুলেট ছুড়ে। এতে মাহবুব আলম নামে ১৩ নম্বর ওয়ার্ড কমিটির নেতার পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’
তবে পুলিশ কোনো ধরনের গুলি চালায়নি বলে দাবি করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।
তিনি বলেন, ‘অবরোধকারীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে পালিয়েছে। তাদের নিক্ষেপ করা ককটেলে নিজেরাই আহত হয়েছেন। গুলি করার কোনো প্রশ্নই আসে না।’