× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার পুড়িয়ে বিএনপির অবরোধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১০:০৫ এএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৪:০০ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার পুড়িয়ে অবরোধ করেছে বিএনপির কর্মীরা। প্রবা ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার পুড়িয়ে অবরোধ করেছে বিএনপির কর্মীরা। প্রবা ফটো

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম এবং এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা।

রবিবার (৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, শিমরাইল এবং এশিয়ান হাইওয়ের বন্দরের মদনপুর এলাকায় টায়ার জ্বালিয়ে এই কর্মসূচি পালন করেন তারা।

জানা যায়, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে সানারপাড় এলাকায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, শিমরাইল এলাকায় মহানগর ছাত্রদলের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল এবং এশিয়ান হাইওয়ের মদনপুর এলাকায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের নেতৃত্বে কয়েকটি টায়ার পুড়ানো হয়। এ সময় তারা সড়কে অবস্থান করে নানা স্লোগান দেন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তবে ঘণ্টাখানেকের মধ্যেই তারা সড়ক থেকে সরে যান।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছি। যতদিন পর্যন্ত আমাদের এ দাবি বাস্তবায়ন না হবে ততদিন আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাই লাউ মারমা জানান, যেকোনো অরাজকতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলাজুড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা