বগুড়া অফিস
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ০৯:১১ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ০৯:১৩ এএম
বগুড়ায় মহাসড়ক অবরোধ করে জামায়াতে ইসলামীর কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। প্রবা
৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রবিবার (৫ নভেম্বর) সকাল ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে।
এতে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। এছাড়াও শহরের চারমাথা, তিনমাথা এবং সাবগ্রাম এলাকায় অবরোধের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেয়।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ‘সরকারপ্রধান বিরোধীদলের নেতাকর্মীদের আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিয়ে সহিংসতা উস্কে দিয়েছেন। বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিকে সহিংস করে তুলতেই তিনি এমন নির্দেশ দিয়েছেন। আর অবিলম্বে জনগণের দাবি মেনে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানাচ্ছি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘সকালে জামায়াতের একটি ঝটিকা মিছিল বের করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মহাসড়ক থেকে চলে যায়।’