চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ০০:৫০ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ০০:৫৭ এএম
চট্টগ্রামের দেওয়ানহাট ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইওভারের থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান আব্দুল কাদের নামে এক পথচারী।
নিহত ব্যক্তির নাম মো. জসিম ও আহত ব্যক্তির নাম মো.জাবেদ। তারা দুজনই নগরীর কাট্টলী এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দুইজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক পরীক্ষা করে একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
উদ্ধারকারী মো. আব্দুল কাদের বলেন, ‘দেওয়ানহাট ফ্লাইওভারের ওপর তারা দুজন আহত অবস্থায় পড়ে ছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। জাহেদের স্বজনরা হাসপাতালে পৌঁছেছে। জসিমের স্বজনরা পথে। তারা দুজনই কাট্টলি এলাকার বাসিন্দা।’