× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রী ধর্মপ্রাণ বলেই প্রতিটি উপজেলায় মডেল মসজিদ তৈরি করেছেন : নৌ প্রতিমন্ত্রী খালিদ

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ২৩:০৭ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ০২:০৫ এএম

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

বাংলাদেশে ইসলামের নামে একটি গোষ্ঠী সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছিল। তারা যেন ইসলামকে অপব্যবহার করতে না পারে, এজন্যই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। শুধু মডেল মসজিদই নয়, এখানে ধর্মপ্রাণ মুসলমান নারী-পরুষ নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারবে।

কতটুকু ধর্মপ্রাণ হলে প্রতিটি উপজেলায় একটি করে সুদৃশ্য মডেল মসজিদ তৈরি করতে পারেন, তা আমাদের প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন। 

শনিবার (৪ নভেম্বর) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

মন্ত্রী বলেন, ইসরায়েল যখন নিরিহ ফিলিস্তিনিদের ওপর নির্যাতন করছে, শত শত শিশু-নারীকে নির্মমভাবে হত্যা করা করছে, তখন পশ্চিমাগোষ্ঠী যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, আজকে তারা কেন চুপ করে থাকছে? তাদের মুখে মানবতার কথা মানায় না।

দিনাজপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে স্কুল রোডস্থ মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম মাহজারি, স্কুল রোড মসজিদের খতিব মাওলানা আলহাজ ওয়াহিদ শাহ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা