× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধামরাইয়ে অনুমোদনহীন ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৮:৫১ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ২২:০৬ পিএম

অনুমোদন না থাকায় এই ডায়াগনস্টিক সেন্টারসহ চারটি সিলগালা করা হয়েছে। প্রবা ফটো

অনুমোদন না থাকায় এই ডায়াগনস্টিক সেন্টারসহ চারটি সিলগালা করা হয়েছে। প্রবা ফটো

ঢাকার ধামরাইয়ে অনুমোদন না থাকায় চারটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৪ নভেম্বর) বেলা ৩টার দিকে ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশিকুর রহমান।

তিনি বলেন, ‘সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে চারটি ডায়াগনস্টিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করে সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সিলগালা করা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- সেবা ডায়াগনস্টিক সেন্টার, আইকন ডায়াগনস্টিক সেন্টার, আল মদিনা স্কয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও মমতাজ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।  

দীর্ঘদিন ধরে ধামরাই উপজেলায় এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো অনুমোদন না থাকার পরও অব্যবস্থাপনায় সেবা প্রদান করে আসছিল বলে জানায় সহকারী কমিশনার আমিনুল ইসলাম বুলবুল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফাত আরা বলেন, ‘আমরা একমাস আগে সবাইকে চিঠি দিয়েছিলাম অনুমোদন নেওয়ার জন্য। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অমান্য করে লাইসেন্স নবায়ন না করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এসব প্রতিষ্ঠান অনুমোদন পেলে নিয়ম অনুযায়ী খুলে দেওয়া হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা