× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দুয়ায় বিলে বিষ দিয়ে মাছ নিধন

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ২১:৪১ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ২১:৪৮ পিএম

কেন্দুয়ায় বিলে বিষ দিয়ে মাছ নিধন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একটি বিলে বিষ প্রয়োগ করে অন্তত ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষেরে বিরুদ্ধে। গত বুধবার রাতে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াটিয়া বিলে এ বিষ প্রয়োগ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে বিলের লিজ গ্রহণকারী সদস্য সরাপাড়া গ্রামের বাসিন্দা রেহান মিয়া বাদী হয়ে ৮ জনের নামোল্লেখ করে থানায় অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, কামারগাঁও গ্রাম সংলগ্ন ৪ দশমিক ৩৬ একর আয়তনের নোয়াটিয়া সরকারি বিলটি গত এপ্রিল মাসে তিন বছরের জন্য লিজ নেয় সরাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। এরপর তারা ওই বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে পরিচর্যা করে আসছিলেন। তবে কামারগাঁও গ্রামের পলাশ মিয়া, জাহাঙ্গীর, দিকুল ইসলাম, শাহ আলম, ফরিদ মিয়া, নজরুল, ইছব আলী, মজু হকসহ তাদের লোকজন বিল থেকে লিজ গ্রহণকারীদের উচ্ছেদ করতে নানা রকম পাঁয়তারাসহ অবৈধভাবে বিলের মাছ ধরে আসছিলেন। 

এ বিষয়ে কামারগাঁও গ্রামের লোকজনকে কয়েকবার সতর্ক করে স্থানীয় প্রশাসন। সর্বশেষ গত বুধবার সকালে পূর্ব নোটিশের মাধ্যমে উভয়পক্ষ নিয়ে ইউএনও কার্যালয়ে জরুরি বৈঠক হয়। বৈঠকে কামারগাঁও গ্রামের লোকজনকে বিলে মাছ ধরতে নিষেধ করা হয়। বিষয়টি দেখভালের জন্য স্থানীয় দুই ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। এরইমধ্যে বুধবার রাতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে প্রতিপক্ষের লোকজন। এদিকে বৃহস্পতিবার সকালে লিজগ্রহণকারীরা বিলে গেলে সব মাছ মরে ভেসে উঠতে দেখেন। পরে উপজেলা প্রশাসনের পরামর্শে লিখিত অভিযোগ করেন।

বিষ দিয়ে মাছ নিধনের বিষয়টি অস্বীকার করেন প্রধান অভিযুক্ত পলাশ মিয়া। তিনি বলেন, ‘ওইদিন বিকালে রোগী নিয়ে ময়মনসিংহে আসছি। তবে বিলের মাছ মেরে ফেলার বিষয়টি শুনেছি। কাজটি কে বা কারা করেছে কিছু বলতে পারি না। আমরা এর সাথে জড়িত নই।’

জানতে চাইলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা