× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন উদ্দেশ্যপ্রণোদিত : বাণিজ্যমন্ত্রী

রংপুর অফিস

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৯:৪৪ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ২০:০২ পিএম

রংপুরের পীরগাছায় মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রবা ফটো

রংপুরের পীরগাছায় মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রবা ফটো

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ’পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির নামে দেশে উদ্দেশ্যপ্রণোদিত ঝামেলা সৃষ্টির চেষ্টা চলছে। অনেক গুজব ছড়ানো হচ্ছে। পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে শ্রমিক-মালিকদের সমন্বয়ে ওয়েজবোর্ড গঠন করা হয়েছে। তাদের বেতন নিয়ে বিজিএমইএ ও সরকারের মধ্যে একটি সিদ্ধান্ত হয়েছে; যা ১ ডিসেম্বর থেকে বাস্তবায়ন হবে।’ 

বুধবার (১ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার নব্দীগঞ্জ অপু মুনশি ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘পোশাকশ্রমিকদের বেতন আশপাশের দেশে কত চলছে, আমাদের দেশে কত হওয়া উচিৎ– সেসব দিক বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের বেতনের বিষয়ে অবগত আছেন। উনি প্রথম ক্ষমতায় এসে শ্রমিকদের বেতন ১ হাজার ৬০০ টাকা থেকে ৩ হাজার টাকা করেছেন। এরপর দ্বিতীয়বার ক্ষমতায় এসে ৫ হাজার টাকা। তৃতীয়বার ক্ষমতায় এসে ৮ হাজার টাকা করেছেন।’

বাজার স্থিতিশীল রাখতে আমদানি করা ডিম দুয়েক দিনের মধ্যে দেশে আসা শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এখনও তা দেশে পৌঁছায়নি। দুয়েক দিনের মধ্যে ডিম আসতে শুরু করবে।’

ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম ১১০-১১৫ টাকার নিচে নামার সুযোগ নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারত একটি দর বেঁধে দিয়েছে; যা আমাদের দেশে ৯০ টাকা। এরপর আমাদের ৩০ শতাংশ ট্যাক্স রয়েছে, তাই ভারতের পেঁয়াজও কিন্তু ১১০ থেকে ১১৫ টাকার নিচে নামার সুযোগ নেই। এদিকে আমাদের নিজেদের পেঁয়াজ শেষ হয়ে গেছে। তাই নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত আমাদের আরও এক মাস কষ্ট করতে হবে।’

তিনি বলেন, ‘আলুর দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা আমদানির সিদ্ধান্ত নিয়েছি। কেউ আলু আমদানি করতে চাইলে আমরা অনুমতি দিয়ে দেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা