× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমাবেশ ঘিরে সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তল্লাশি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১১:২৬ এএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১৫:৫৬ পিএম

যাত্রীদের ব্যাগ তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। প্রবা ফটো

যাত্রীদের ব্যাগ তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। প্রবা ফটো

আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যানবাহনে কঠোর তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর সাইনবোর্ড এলাকা সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিটি চেকপোস্টে রয়েছে পুলিশের উপস্থিতি। ঢাকাগামী দূরপাল্লাসহ ছোটখাটো পরিবহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসার পাশাপাশি সঙ্গের মালামাল তল্লাশি করছেন পুলিশ সদস্যরা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৮ অক্টোবর ঢাকায় দুই দলের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ ঘিরে কেউ যেন কোনো বিশৃঙ্খলা কিংবা নাশকতা সৃষ্টি না করতে পারে সেজন্য নারায়ণগঞ্জ পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, শিমরাইল মোড়, সাইনবোর্ড, চাষাঢ়া পয়েন্টসহ জেলাজুড়ে ৩ শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ঢাকায় সমাবেশ ঘিরে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এসব তল্লাশি চৌকি বসানো হয়েছে। কেউ যেন কোনো ধরনের নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এসব স্থাপনা।

শ্যামলী পরিবহনের যাত্রী আজগর আলী বলেন, পূজার ছুটিতে গ্রামে গিয়েছি। গাড়ি কম থাকায় শুক্রবার রাতে বাসে উঠি। আসতে অন্তত পাঁচটি স্থানে থামানো হয়েছে। সবখানে চেক করে তারপর গাড়ি ছাড়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা