× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শনিবার লক্ষ্মীপুরের কমলনগরে চরমোনাই পীরের জনসভা

কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ১২:২২ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ১৬:৫০ পিএম

জনসভার সার্বিক পরিস্থিতি নিয়ে হাজিরহাট আবদুর রাজ্জাক হোটেলে মতবিনিময় সভা। প্রবা ফটো

জনসভার সার্বিক পরিস্থিতি নিয়ে হাজিরহাট আবদুর রাজ্জাক হোটেলে মতবিনিময় সভা। প্রবা ফটো

তিন দফা দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের জনসভা হবে। দলটির কমলনগর উপজেলা শাখার আয়োজনে জনসভাটি শনিবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জনসভায় চরমোনাই পীর ছাড়াও কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত থাকবেন।

জনসভার সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ইসলামী আন্দোলন কমলনগর উপজেলা শাখা হাজিরহাট আবদুর রাজ্জাক হোটেলে মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে এসব কথা জানানো হয়।

এ সময় দলটির উপজেলা সভাপতি মুফতি শরীফুল ইসলাম, সহসভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শোরাফ উদ্দীন স্বপন উপস্থিত ছিলেন।

মুফতি শরীফুল ইসলাম বলেন, সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিলসহ কয়েকটি দাবিতে এ জনসভার আয়োজন করা হয়েছে। চরমোনাই পীর জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বিশেষ অতিথির বক্তব্য দেবেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ। ওইদিন রাতে চরমোনাই পীর উপজেলা সদর হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলেও প্রধান অতিথির বক্তব্য দেবেন।

তিনি বলেন, জনসভা ও ওয়াজ মাহফিল সফল করতে প্রায় ২ হাজার নেতাকর্মী কমলনগরসহ আশপাশ এলাকায় ব্যাপক গণসংযোগ, মাইকিং, পোস্টার লাগানোসহ দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন। চরমোনাই পীরের আগমন ঘিরে দুটি বড় কর্মসূচি সফলে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত করতে তারা কাজ করছেন। শনিবার জনসভা ও মাহফিল শেষে চরমোনাই পীর কুমিল্লার উদ্দেশে লক্ষ্মীপুর ত্যাগ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা