× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানব পাচার মামলার দেড় মাস পর উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে ভুক্তভোগী উদ্ধার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ২২:০৯ পিএম

ভুক্তভোগী সেই রাজু তঞ্চঙ্গ্যা

ভুক্তভোগী সেই রাজু তঞ্চঙ্গ্যা

বান্দরবানের আলীকদমে মানব পাচার মামলার ভুক্তভোগী সেই রাজু তঞ্চঙ্গ্যাকে আসামি উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রিজওয়ানুল ইসলাম জানান, এই মামলার আসামি সাদ্দাম হোসেন বুধবার সকালে রাজু তঞ্চঙ্গ্যাকে উপজেলার বাস টার্মিনাল থেকে মোটরসাইকেলে করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালামের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে রাজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। রাজু তঞ্চঙ্গ্যা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তাকে বান্দরবান মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে আসামি সাদ্দাম হোসেনকে ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। উপজেলা চেয়ারম্যান আবুল কালামের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। 

গত ৭ সেপ্টেম্বর আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালামসহ তিনজনের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা করেন রাজু তঞ্চঙ্গ্যার স্ত্রী। স্বামীকে মিয়ানমারে পাচারের অভিযোগে জেলা মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে এই মামলা করা হয়। ট্রাইব্যুনালের বিচারক জেবুন নাহার আয়েশা মামলাটি আমলে নিয়ে রাজু তঞ্চঙ্গ্যাকে পাচার করার অভিযোগ তদন্ত এবং তাকে উদ্ধারের জন্য আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা