× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে ট্রেন দুর্ঘটনা

হাসপাতালে ভর্তি শিশু রবিউলের সন্ধানে কেউ আসেনি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১৬:৩৪ পিএম

আহত শিশু রবিউল। প্রবা ফটো

আহত শিশু রবিউল। প্রবা ফটো

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত আট বছরের শিশু রবিউলের সন্ধানে এখন পর্যন্ত কেউ আসেনি। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত তার সন্ধানে কেউ আসেনি বলে জানিয়েছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ। এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনার পর শিশুটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এনে ভর্তি করা হয়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকালে হাসপাতালে ভর্তি করার সময় শিশুটি অজ্ঞান অবস্থায় ছিল। পরে জ্ঞান ফিরলে তার নাম (রবিউল) বলতে পারলেও একেক সময় একেক ঠিকানা বলছে। একবার বলছে তার বাড়ি নরসিংদীর রায়পুরা এবং আরেকবার বলছে ঢাকার গুলিস্তানে। তার শরীরে আঘাতের তেমন কোনো কিছু পাওয়া যায়নি। কোনো কিছুতে চাপা পড়ে হয়তো তার এমন অবস্থা হয়ে থাকতে পারে। 

তবে তার অবস্থা আশংকামুক্ত বলে জানান এই চিকিৎসক।

এদিকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ তার ফেসবুকে নিজের মোবাইল নম্বর (০১৭৬৬২৫৪৮৮২) ও  শিশুটির ছবি দিয়ে তার অভিভাবকদেরকে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। 

সোমবার বিকালে ভৈরবের জগন্নাথপুর এলাকায় ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর (গোধুলী) ট্রেনের সঙ্গে বিপরিত দিক থেকে আসা কন্টেইনারবাহী একটি ট্রেনের সংঘর্ষ ১৭ জন নিহত ও শতাধিক আহত হন। দুর্ঘটনায় এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা