× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের কন্ট্রোল রুম

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১৫:৪৮ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩ ১৬:১৩ পিএম

ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের কন্ট্রোল রুম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম জেলা প্রশাসন কন্ট্রোল রুম খুলেছে। বর্তমানে ঘূর্ণিঝড় হামুন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দরকে ৭ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে।  পাশাপাশি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠন, উপকূলবর্তী এলাকায় মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে ও জেলা প্রশাসনের কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরে (+880 2333357545) যোগাযোগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

ঘূর্ণিঝড় হামুনের ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে ৫টি গাড়িতে করে  মাইকিং করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা