× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পীরগাছায় শেখ রাসেল দিবস উদযাপন

রংপুর অফিস

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ২১:৪৪ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ২২:০৬ পিএম

রংপুরের পীরগাছায় শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। প্রবা ফটো

রংপুরের পীরগাছায় শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। প্রবা ফটো

চিত্রকর্ম, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে রংপুরের পীরগাছায় শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। উপজেলার অন্নদানগরে পাঠাগার ভিত্তিক সংগঠন ‘প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র’ এই উৎসবের আয়োজন করে। 

রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শেখ রাসেল উৎসবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মের মানস গঠনের যে উদ্যোগ নিয়েছে, তা একদিন সারা দেশে ছড়িয়ে পড়বে। শেখ রাসেলের মতো শিশুমন ও মননের বিকাশ ঘটাবে এই সংগঠন। 

শেখ রাসেল উৎসবে আরও উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন প্রমুখ। 

শেখ রাসেল উৎসব উপলক্ষে চিত্রকর্ম ও চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি শেখ রাসেল দেয়ালিকার প্রদর্শনী করা হয়। বিতরণ করা হয় ফলদ বৃক্ষ।  

প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র ২০২০ সালের ১ আগস্ট প্রতিষ্ঠিত হয়। এর পর থেকেই কেন্দ্রটি পাঠাগার পরিচালনাসহ নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা