× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্তন ক্যানসারে আক্রান্ত ৭০ শতাংশ নারীর মৃত্যু হচ্ছে : গবেষণা

রংপুর ব্যুরো

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২ ১৬:২৮ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২২ ১৭:১৪ পিএম

সেমিনারে বক্তব্য রাখছেন দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আয়েশা সিদ্দিকা শেলী।

সেমিনারে বক্তব্য রাখছেন দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আয়েশা সিদ্দিকা শেলী।

বাংলাদেশে শতকরা ১২ দশমিক ৬ শতাংশ নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। আর স্তন ক্যানসারে আক্রান্ত ৭০ শতাংশ নারী মৃত্যুবরণ করছেন।এটি ব্যয়বহুল রোগ। এতে নারীর মৃত্যুর বিষয়টি দেশের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে স্তন ক্যানসার নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এসব তথ্য জানানো হয়। 

বিশ্বজুড়ে স্তন ক্যানসার ভয়াবহ আকার ধারণ করেছে বলেও সেমিনারে জানানো হয়।

রোগীদের সচেতনতার অভাব ও ক্যানসার আক্রান্ত হওয়ার তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ে চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে আসাকেও চিহ্নিত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের গাইনি অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন, ডা. রহিমা খাতুন, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রংপুরের প্রেসিডেন্ট ডা. ফ্লোরা শাহীন আক্তার, ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. স্বপন কুমার নাথ এবং গাইনি বিশেষজ্ঞ ডা. সমর্পিতা ঘোষ তানিয়া।

প্রবন্ধে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা পদ্ধতি নিয়ে সেমিনার, সচেতনতা কর্মসূচি, কর্মশালা, লিফলেট বিতরণ, স্বাস্থ্যসেবা ক্যাম্প, চিকিৎসাসেবা নিশ্চিতকরণে পদপেক্ষ গ্রহণ, চিকিৎসক ও নার্সসহ সেবা প্রদানকারীদের আধুনিক চিকিৎসা প্রশিক্ষণ, যুব নারীদের স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান, প্রতিটি জেলায় স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে কাজ করছে। 

তৃণমূল পর্যায়ে নারীদের স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে নারীদের মৃত্যুর হার কমে আসবে বলে সেমিনারে আশাবাদ ব্যক্ত করা হয়।      

দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেনরংপুর কর কমিশনার মোহাম্মদ আবুল কালাম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেনডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি। এতে রোটারি ক্লাব, ইনার হুইল ক্লাবের কর্মকর্তা ছাড়াও রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। 

প্রবা/জিজি/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা