× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফ স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি : ভোক্তা ডিজি

কক্সবাজার অফিস

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ১৮:০৭ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ১৮:৩৩ পিএম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। প্রবা ফটো

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম গতিশীল করতে পোর্টের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

শনিবার (২১ অক্টোবর) টেকনাফ স্থলবন্দর পরিদর্শনকালে এ কথা জানান তিনি। 

ভোক্তার ডিজি বলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় নাফ নদীর তীরে অবস্থিত এ স্থলবন্দরের কার্যক্রম শুরু হয় ২০০৩ সালে। বর্তমানে প্রায় ২৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত স্থলবন্দর দিয়ে মাছ, সুপারি, আদা, নারিকেল, তেঁতুল ইত্যাদি পণ্য আমদানি করা হচ্ছে। তবে বর্তমানে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

এ পরিস্থিতিতে বন্দরের কার্যক্রম গতিশীল করার জন্য পোর্টের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি ও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান ভোক্তা মহাপরিচালক। এ সময় আরও উপস্থিত ছিলেন টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী, টেকনাফ স্থলবন্দরের জেনারেল ম্যানেজার জসীম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা