× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সনাতন ও ইসকনপন্থিদের দ্বন্দ্বে মন্দিরে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ২৩:১১ পিএম

সনাতন ও ইসকনপন্থিদের দ্বন্দ্বে মন্দিরে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে দুর্গাপূজা করাকে কেন্দ্র করে হিন্দু ধর্মের সনাতন ও ইসকনপন্থিদের দ্বন্দ্বের জেরে সংঘর্ষের আশঙ্কায় মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা করাকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় মন্দির ও আশপাশের এলাকায় ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া ১৪৪ ধারা ২৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। 

শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের সভাপতি ভবেশ চন্দ্র রায় বলেন, ‘মন্দিরের পুরো জমিটি সনাতন ধর্মের। কিন্তু এই জমি জোরপূর্বক ইসকনপন্থিরা দখল করতে চাইলে সংঘর্ষে আমাদের একজন নিহত হয় এবং মন্দিরটি ইসকনপন্থিরা দখল করে নিয়েছে। বিষয়টি নিয়ে নিম্ন ও উচ্চ আদালতে মামলায় আমরা রায় পেয়েছি।’ 

শ্রী শ্রী রশিক রায় জিউ ইসকন মন্দিরের সভাপতি সুপেন্দ্র নাথ রায় বলেন, ‘মন্দিরের সম্পত্তিটি ইসকনপন্থিদের। কিন্তু সনাতনপন্থিরা জমিটি তাদের দাবি করে আসছে। তারা আমাদের মন্দিরে জোর করে দুর্গাপূজা করতে চায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। তাই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।’ 

ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো বলেন, ‘বিষয়টি নিয়ে একাধিকবার বসা হয়েছিল, কিন্তু সমাধান হয়নি।’ 

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘মন্দিরের জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এ বছর একই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তাই ১৪৪ ধারা জারির আদেশ দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা