× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাল্যবিবাহ করতে গিয়ে কারাগারে বর

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩ ২০:১৮ পিএম

বাল্যবিবাহ করতে গিয়ে সাব্বির হোসেন (২৪) নামে এক যুবককে কারাবরণ করতে হয়েছে। প্রবা ফটো

বাল্যবিবাহ করতে গিয়ে সাব্বির হোসেন (২৪) নামে এক যুবককে কারাবরণ করতে হয়েছে। প্রবা ফটো

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাল্যবিবাহ করতে গিয়ে সাব্বির হোসেন (২৪) নামে এক যুবককে কারাবরণ করতে হয়েছে। ভ্রাম্যমা আদালত সাব্বিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামে বিয়ের আসরে অভিযান পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান।

সাব্বির হোসেনের বাড়ি উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মজিবর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে দর্জিপাড়া গ্রামের জামাল উদ্দীনের নাবালিকা (১৭) মেয়ের সঙ্গে পারিবারিকভাবে জমকালো আয়োজনে বিয়ে হচ্ছিল সাব্বিরের। পরে বাল্যবিবাহের খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ ও ইউপি চেয়ারম্যানকে নিয়ে অভিযান পরিচালনা করে।

তবে অভিযানের খবর পেয়ে কনের বাবা, পরিবারের সদস্যরাসহ বরযাত্রীরা পালিয়ে যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কনেপক্ষের কয়েকজনের কাছে কনের বয়সসহ আনুষঙ্গিক বিষয়ে জানতে চাইলে আদালতকে সহযোগিতা না করে তথ্য গোপন করে তারা। পরে কনের সহযোগিতায় জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজ যাচাই করলে বিবাহের জন্য কনের অপ্রাপ্তবয়স পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৭ (১) ধারায় বর সাব্বিরকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাতেই সাব্বিরকে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়। বৃহস্পতিবার সকালে বরকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনছারুজ্জামানসহ থানা-পুলিশের একটি দল এ সময় উপস্থিত ছিল।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা