× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনসিডিল বেচতে এসে জনতার হাতে ধরা পুলিশ সদস্য

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১৯:২৯ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ১৯:৪৯ পিএম

ফেনসিডিল বেচতে এসে জনতার হাতে ধরা পুলিশ সদস্য

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেনসিডিল বিক্রি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাজ্জাদ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল। তিনি খাগড়াছড়ি জেলার রামগড় থানায় কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানা গেছে। তার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রামের বনরুপা আবাসিক এলাকায়।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভূজপুর থানার চিকনছড়া এলাকা থেকে স্থানীয় জনতা ওই কনস্টেবলকে ফেনসিডিলসহ আটক করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, ‘রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে ফেনসিডিলসহ আটক করে স্থানীয়রা। তার কাছে ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্থানীয়রা আটক করে তাকে পরিষদে হস্তান্তর করলে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে নিয়ে যায়।’

ভূজপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ’সাজ্জাদ হোসেন নামের এক যুবককে স্থানীয়রা ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে। পরে খবর পেয়ে আমাদের ডিউটি টিম সেখান থেকে তাকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তিনি রামগড় থানায় কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানিয়েছেন।’

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ’সাজ্জাদ মঙ্গলবার রাতে ডিউটির পর থেকে থানায় উপস্থিত ছিলেন না।’ 

এর আগে সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার তারা গেট এলাকা থেকে ফেনসিডিলসহ আশরাফুল হাসান তানভীর নামে রামগড় থানার এক কনস্টেবলকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মো. মুসা ও এজাহার মিয়া নামে তার দুই সহযোগী গ্রেপ্তার হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা