× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ২০:১৪ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ২০:৫৯ পিএম

নওগাঁয় পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নওগাঁয় বাস-অটোরিকশা শ্রমিক-মালিকদের মধ্যে সংঘর্ষ ও দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাসমালিক-শ্রমিকরা। এর ফলে নওগাঁ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।

বাস ও অটোরিকশা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকালে নওগাঁর মান্দায় ফেরিঘাট এলাকায় মহাসড়কে সিএনজি চালাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার পর সোমবার সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্টান্ডে সিএনজির রেজিস্ট্রেশন প্রদান, বাসমালিক গ্রুপের ‘লাঠিয়াল বাহিনী’ রাস্তা থেকে প্রত্যাহার এবং সিএনজিচালককে মারধরের প্রতিবাদে সিএনজি (অটোরিকশা) শ্রমিক ইউনিয়ন ও মালিকরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ওই ঘটনার জেরে বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে সকাল ৬টা থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছে সাধারণ বাসমালিক-শ্রমিকরা।  

জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ’সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন, বাসমালিক ও মোটরশ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও অটোরিকশাচালকেরা নওগাঁ-রাজশাহী মহাসড়কে জোর করে গাড়ি চালিয়ে আসছে। এ নিয়ে গত ২২ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের পর প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সিদ্ধান্ত হয়সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কে তিন চাকার যান চলাচল করবে না। কিন্তু সিএনজিচালকেরা ওই সিদ্ধান্ত অমান্য করে চলছে।’ 

তিনি আরও বলেন, ’সোমবার নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি চালানোয় বাস শ্রমিকেরা বাধা দিলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দার ফেরিঘাট এলাকায় সিএনজি শ্রমিকেরা বাস শ্রমিকদের মারধর করে। ওই ঘটনার জেরে সোমবার সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্টান্ডে উভয় পক্ষের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয়। এতে মোটরশ্রমিক ইউনিয়নের সদস্য শান্ত নামে এক শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার বিচার দাবিতে বাসের চালক ও সহকারীরা আজ সকাল থেকে ধর্মঘটের ডাক দিয়েছে।’

এ বিষয়ে জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক হোসেন বলেন, ’বাচ্চু সরদার নামে আমাদের একজন সিএনজিচালককে সোমবার বিকালে মান্দার ফেরিঘাটে বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনীর লোকজন মারধর করেছে। বাস শ্রমিকেরা তিনটি সিএনজিও ভাঙচুর করেছে। এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে। বাসের লোকজন প্রতিদিনই আমাদের সিএনজি চলাচলে বাধা সৃষ্টি করছে, যা অন্যায়। প্রশাসনের পক্ষ থেকে আমরা আশানুরূপ সহযোগিতা পাচ্ছি না। যার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা সিএনজি চালাব না এবং বাসও চলাচল করতে দেব না।’

এদিকে সকাল ১০টার দিকে শহরের বালডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অসংখ্য যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছে। রাজশাহীগামী নজরুল ইসলাম বলেন, ’আমি জানি না ধর্মঘট চলছে। সকাল সাড়ে ৯টায় বাসস্ট্যান্ডে এসে শুনি বাস চলাচল বন্ধ। রাজশাহী খুব জরুরি কাজ আছে, না গেলেই নয়।’ বাস বন্ধ থাকায় কীভাবে পৌঁছাবেন, সেই চিন্তা করছেন।

জেলার সাপাহারগামী যাত্রী ব্যবসায়ী আমজাদ আলী বেশ কিছু মালামাল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় সাপাহার থেকে দোকানের মালামাল কেনার জন্য নওগাঁ এসে রাতে এক আত্নীয়র বাড়িতে ছিলেন। সকালে দোকানের মালামাল নিয়ে এসে দেখছেন বাস বন্ধ। দুই দিন পর পর ধর্মঘট। যার যখন খুশি নিজ স্বার্থ আদায়ে আমাদের জিম্মি করে।

এসব বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ’নওগাঁয় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যকার দ্বন্দ্ব দীর্ঘদিনের। দ্বন্দ্বের জেরে প্রায় সময় ধর্মঘটের ডাক দেয় বাস মালিক-শ্রমিকেরা। সোমবার বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার জেরে সকাল থেকে উভয় পক্ষ যান চলাচল বন্ধ করে দিয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিবদমান উভয় পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। আশা করছি, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা