× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েল ইস্যুতে নিশ্চুপ থেকে বিএনপি ইহুদিদের পক্ষ নিয়েছে : তথ্যমন্ত্রী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ২০:৩১ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩ ২১:১৭ পিএম

চট্টগ্রামের বোয়ালখালীতে শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত জনসভায় বক্তব্য দেন ড. হাছান মাহমুদ। প্রবা ফটো

চট্টগ্রামের বোয়ালখালীতে শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত জনসভায় বক্তব্য দেন ড. হাছান মাহমুদ। প্রবা ফটো

ইসরায়েল ইস্যুতে নিশ্চুপ থেকে বিএনপি মূলত ইহুদিদের পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

তিনি বলেন, ‘আজকে ফিলিস্তিনে মানুষদের পাখির মতো শিকার করা হচ্ছে, হাজার হাজার অসহায় শিশুদের হত্যা করা হচ্ছে। এ নিয়ে বিএনপি ও মির্জা ফখরুলের মুখে কোনো কথা নেই, তার মানে তারা ইহুদিদের পক্ষে অবস্থান নিয়েছে।  একটা বৃহত্তর গোষ্ঠীকে খুশি রাখতে তারা ইহুদিদের পক্ষ নিয়েছে। আপনারা তাদের চিনে রাখুন।’

রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল, উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ইসরায়েল ইস্যুতে প্রতিবাদ জানিয়েছেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হিসেবে আমিও প্রতিবাদ জানিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। আর বিএনপির মুখে কোনো কথা নাই। একটা বৃহত্তর গোষ্ঠী অখুশি হতে পারে সে কারণে বিএনপি এ নিয়ে কোনো কথা বলে না। অর্থাৎ তাদের অবস্থান ইহুদিদের পক্ষে। ফিলিস্তিনের অসহায় নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে, বিএনপির মহাসচিবকে যখন সাংবাদিকরা এ বিষয়ে বক্তব্য চেয়ে প্রশ্ন করেন, তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, হামাসের ওপর কিংবা ফিলিস্তিনের জনগণের ওপর হামলা নিয়ে কথা বলার সময় নাই, আমরা দেশে অনেক সমস্যায় আছি। তার মানেটা কি?’ 

তিনি বলেন, ’বিএনপি-জামায়াত এখন অনেক লম্বা লম্বা কথা বলছেন, দেশটাকে তারা বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চান। দেশটাকে বিক্রি করে দিতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তাতে সারা বিশ্ব প্রশংসা করছে, আর বিএনপি-জামায়াতের হিংসা হচ্ছে। পদ্মা সেতু হওয়ার আগে বলেছিল এই সেতু হবে না। পদ্মা সেতু হওয়ার পর লজ্জায় চুপি চুপি রাতের অন্ধকারে সেতু পার হয়েছে বিএনপি নেতারা। এখন পদ্মা সেতুতে রেল চালু হয়েছে। আমি তাদের আহ্বান জানাই, ট্রেনে চড়ে পদ্মা সেতু পার হওয়ার জন্য, আপনাদের টিকিটের টাকাও আমরা দিয়ে দেব।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, ’বিএনপি বলেছিল অক্টোবর মাসে নাকি ফাইনাল খেলা। তারা তো সেমিফাইনালেও জিতে নাই। তারা বলেছিল খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার কি মুক্তি হয়েছে? হয় নাই। তাহলে সেমিফাইনালে হেরে গেছে বিএনপি। যারা সেমিফাইনালে হেরে গেছে তাদের সঙ্গে কী ফাইনাল খেলা হয়? হয় না। তারা যদি খেলতে চায়, তাহলে যুবলীগের সঙ্গে খেলতে পারে। আওয়ামী লীগ তাদের সঙ্গে খেলবে না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ’আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ২২টি প্রকল্পের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা ধরনের ভাতা প্রদান করছে। এর বাইরেও এমএসের চাল ও ফ্যামিলি কার্ড প্রদান করা হয়। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডে উপকারভোগী আছে, তারা যে পরিমাণ অর্থ সঞ্চয় করে সরকার তার দ্বিগুণ পরিশোধ করে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যেভাবে নানা ধরনের সুবিধা আওয়ামী লীগ সরকার দিয়েছে, এটি অতীতে কেউ করেনি।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ’প্রতিটা ইউনিয়নে দুই থেকে তিন হাজার উপকারভোগী আছে। তারা সরকারের নানা ধরনের ভাতা পাচ্ছে। আগেও খালেদা জিয়া, এরশাদ ও জিয়াউর রহমানের সরকার ছিল, কিন্তু এসব আগে কখনও ছিল না। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ৯৬ সালের দেশ পরিচালনার দায়িত্ব পান, তখন থেকে এসব ভাতা চালু হয়েছে। ২০০১ সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন, তখন এসব ভাতা সংকুচিত হয়ে গেল। তাই আবারও যদি সেই বিএনপি ক্ষমতায় আসে আপনারা যারা এ ধরনের ভাতা পাচ্ছেন সেগুলো বন্ধ হয়ে যাবে।‘

শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকনের সঞ্চালনায় ও ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নুরুল হুদা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সেকান্দর আলম বাবর প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা