× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় চার দিন পর পা উদ্ধার, আরও দুজন গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩ ২২:৩৯ পিএম

পেকুয়ায় চার দিন পর পা উদ্ধার, আরও দুজন গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত আবু ছৈয়দ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মগনামা ইউনিয়নের সিকদারপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে, লাশের একটি পা পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়ার ছিদ্দিক আহমদ ও তার ছেলে আরকান। পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের স্বজনদের কাছে লাশের খণ্ডিতাংশ (পা) হস্তান্তর করা হয়েছে। হত্যা মামলায় পুলিশ এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

গত ১০ অক্টোবর আবু ছৈয়দ শ্বশুরবাড়িতে গেলে একদল অস্ত্রধারী বাড়িতে ঢুকে গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে ছৈয়দ মুহাম্মদ ইমন বাদী হয়ে ২৪ জনের উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে মামলা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা