× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদার জন্য ব্যবসায়ীকে হুমকির অভিযোগ শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩ ১৩:২৭ পিএম

অভিযুক্ত শ্রমিক লীগ নেতা কাজল। ছবি : সংগৃহীত

অভিযুক্ত শ্রমিক লীগ নেতা কাজল। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছ শ্রমিক লীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রুবেল মিয়া সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত শ্রমিক লীগ নেতার নাম কাজল মিয়া। তিনি উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক। 

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগের বরাতে তিনি জানান, উপজেলার দুধনই গ্রামের রুবেল মিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে বেশ কিছুদিন ধরে ফোনে হুমকি দিয়ে আসছিলেন রাজধানীর মহানগর উত্তর যুবলীগের কার্য নির্বাহী সদস্য শেখ আল আমিন, ভাষানটেক ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও ধোবাউড়া উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক কাজল মিয়া। চাঁদা না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মারধর করা হবে বলেও হুমকি দেয় তারা।

অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

অভিযোগের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিক লীগের নেতা কাজল মিয়া অভিযোগকারী রুবেল মিয়ার ছোটভাই মোজাম্মেল হোসেনকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার ভাইকে প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে মোজাম্মেল জানান, বুধবার (১১ অক্টোবর) রাতে কাজল আমাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাড়ি গেলে হত্যা ও চামড়া তুলে ফেলার হুমকিও দেয় কাজল। এ অবস্থায় পুরো পরিবার আতঙ্কে রয়েছে।

ভুক্তভোগী রুবেল মিয়া বলেন, ‘আমার কাছে চাঁদা চেয়ে বারবার আমাকে মারধরের হুমকি দিয়েছে কাজল মিয়া। এতে কাজকর্ম করতে এবং বাসা থেকে ভয়ে বের হতে পারছি না। এমনকি অভিযোগের বিষয়ে জানতে এক পুলিশ কর্মকর্তা তার কাছে গেলে ওই পুলিশ কর্মকর্তার সামনেও আমাকে হত্যা ও হাত পা ভাঙারও হুমকি দিয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে কাজল মিয়া বলেন, ‘ঢাকা মহানগর উত্তর যুবলীগের কার্যনির্বাহী সদস্য আলামিন শেখের সঙ্গে আমার ভালো সম্পর্ক। ওনার বাসায়ও আমি যাই। তার ছোট ভাই মোস্তফার সঙ্গে শেয়ারে ডিমের ব্যবসা করতো রুবেল। ব্যবসাকে কেন্দ্র করে মোস্তফা রুবেলের কাছ থেকে ৩ লাখ টাকা পেত। কিন্তু সে টাকা না দিয়ে তার বাসা ছেড়ে চলে আসে। এ বিষয়টি মোস্তফার বড় ভাই আলামিন শেখ আমাকে জানালে আমি রুবেলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করতে বলি। এ ছাড়া আর কিছুই না। আমার এখানে এএসআই এমদাদুল হক আসছিল সবকিছু জেনেশুনে গেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা